“Book Descriptions: প্রত্যেক শিল্পীকে প্রশ্ন করা হয়, "তোমরা ধারণাগুলো কোথা থেকে পাও?" সৎ শিল্পীরা বলে, "আমরা সেসব চুরি করি।" পৃথিবীটাকে একজন শিল্পী কিভাবে দেখে? প্রথমত, তোমাকে খুঁজে বের করতে হবে কী চুরি করা যায়। এরপর পরবর্তী ধাপে আগাতে হবে। সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে।
এই দৃষ্টিকোণ দিয়ে দুনিয়া দেখলে কোনটা ভালো কোনটা খারাপ এসব চিন্তা মাথায় আসে না। কেবল একটা চিন্তাই মাথায় আসে- কোনটা চুরির যোগ্য আর কোনটা চুরির যোগ্য নয়। সবকিছু থেকে আইডিয়া চুরি করতে হবে। আজ যদি চুরির জন্য ভালো কিছু না পাও তাহলে আগামীকাল পাবে। নয়তো এক মাস কিংবা এক বছর পর নিশ্চয়ই খুঁজে পাবে।” DRIVE