“Book Descriptions: সাধারণত মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে। কিন্তু কুমিরভরা খালে গিয়ে স্বেচ্ছায় ঝাঁপ দেয় ক’জন? সাজিদ দিয়েছে!
কিছুদিন আগেও সাজিদের নিজের বলতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল কেবল গ্রামের ভিটে-মাটি, খানিক সহায়-সম্পত্তি, কতক হাঁস-মুরগি আর বিশালায়তনের ফুলি। এরপর প্রথমবারের মতো ঢাকায় ভ্রমণ রাতারাতি তার জীবনটাই পাল্টে দিল।
কিছু বুঝে ওঠার আগেই সাজিদের ভাগ্যে এসে জুটল ফুটফুটে একটি বউ। তার পরিবারে গিয়ে মিলল একটি করে শ্বশুর, শাশুড়ি আর শ্যালক। পরিবারহীন সাজিদের কাছে এ যেন লটারি জয়।
কিন্তু এত সুখ তার কপালে সইবে কেন?
নতুন পরিবার, ঢাকার পরিবেশ, আশপাশের নানান কাহিনি-কেচ্ছা তার জীবনে একাধিক জট সৃষ্টি করে। এই জট খুলতে গিয়ে আবিষ্কার করবেন, জীবন কতটা অদ্ভুত। আরও অদ্ভুত এ উপন্যাসের সকল চরিত্র, ঘটনা ও কাহিনি। যা আপনাকে প্রাণখুলে হাসাবে, কোথাও আবেগী করে তুলবে, কোথাও-বা ভাবিয়ে তুলবে। এমনকি উঠতে পারে রাগও!
তবে পিংকি প্রমিজ, উপন্যাসের শেষপ্রান্তে গিয়ে সেই রাগ গলে হয়ে যাবে টলমলে জল।