“Book Descriptions: কেউ বলবে না মাসুদ রানা খুব সহজ লোক। তবে গায়ে পড়ে কখনও ঝামেলা করে, তেমনটাও নয়। আর কেউ যদি খুন করে ওর প্রিয় কাউকে, কখনও তাকে ক্ষমা করে না রানা। সেক্ষেত্রে প্রাণে বাঁচতে পারে না সেই খুনি। আর এবার তেমনই এক অপরাধ করে বসেছে শিকাগোর দোর্দন্ড- প্রতাপ এক মাফিয়া ডন। তার নির্দেশে খুন করা হয়েছে রানা এজেন্সির শাখা-প্রধান স্নিগ্ধা আর অপারেটর তুষারকে। সুতরাং শিকাগো শহরে তীব্র অগ্নিঝড়ের মত গিয়ে হাজির হলো রানা। আর তারপর? শুরু হলো প্রতিশোধের শ্বাসরুদ্ধকর এক উপাখ্যান। চলুন, আমরা দেখে আসি ওখানে কী করছে রানা!” DRIVE