“Book Descriptions: পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সৈকত চৌধুরী নিজের বাড়িতে খুন হয়েছেন বন্দুকের গুলিতে। তার স্ত্রী অনিতা চৌধুরী প্রাইভেট গোয়েন্দা আদিত্য মজুমদারের বাড়িতে এসেছেন তার স্বামীর মৃত্যুর তদন্তভার দিতে। জানা যায়, মৃত্যুর আগে সৈকত নিজের স্ত্রীর নামে পাঁচ কোটি টাকার ইনশিওরেন্স করিয়েছিলেন অজ্ঞাত কারণে। বর্তমানে ঐ ইন্সিওরেন্স কোম্পানি অনিতা দেবীকেই দায়ী করছে সৈকত বাবুর মৃত্যুর জন্য যাতে ইনশিওরেন্সের টাকাটা আর দিতে না হয়। এব্যাপারেও অনিতা সাহায্যপ্রার্থী আদিত্যর।” DRIVE