“Book Descriptions: পুরোনো একটা ড্রয়িং খাতা আর একখানা হলুদ হয়ে যাওয়া বিবর্ণ চিঠির সূত্র ধরে গণিতের অধ্যাপক শৌনক মিত্র, তার মেয়ে পেখম ও ভাগ্নে দালি জড়িয়ে পড়ে সুদূর ১৯৩০-এর সশস্ত্র বিপ্লব-আন্দোলনের এক নিগূঢ় অধ্যায়ের সঙ্গে। এই সমস্যারই অন্য প্রান্তে রয়েছে উপন্যাসের রহস্যময় প্রতিনায়ক বিরূঢ়ক, ধর্মভীরু সাহিল আল ফারাজি, নিরুদ্দিষ্ট শিল্পী শ্রীনিবাসন ও তাঁর স্ত্রী দেবলীনা। এবং অকস্মাৎ এই বিপদের বৃত্তে ঢুকে পড়ে নিজের অজান্তেই আরেকজন— ট্যাক্সি-ড্রাইভার প্রতুল। প্রাণিবিজ্ঞান, মনস্তত্ত্ব, গণিত, ইতিহাস, চিত্রকলা, কল্পবাস্তবতা, ক্রিপ্টোগ্রাফি ও ট্রেজার-হান্টের উপাদানে নির্মিত এই উপন্যাস ‘দীনেশ গুপ্তের রিভলভার’ একই সঙ্গে আত্মদানের আদর্শে স্পন্দিত ও অস্তিত্বের নীল বিষে জর্জরিত।” DRIVE