“Book Descriptions: আটশ বছর হলো ইসলাম এদেশে এসেছে। ইসলামের প্রভাবে এদেশে একটি মুসলিম সমাজ গড়ে উঠেছে এবং সেই সমাজকে ভিত্তি করে একটি সমৃদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটেছে। এই সংস্কৃতির বাগানে নানা রঙের ফুল। ইতিহাসের ধারাবাহিকতায় এই সংস্কৃতি যেমন সৃষ্টির রঙে রেঙেছে, তেমনি নানা প্রতিদ্বন্দ্বী সংস্কৃতির মোকাবিলায় ইসলামই বাঙালি মুসলমানের পরিচয় জুগিয়েছে। ফাহমিদ-উর-রহমান তাঁর লেখার পুরো ক্যানভাসে ইতিহাসের এই ছবিটাই আঁকতে চেয়েছেন!” DRIVE