“Book Descriptions: আমরা ঘুরতে গিয়েছিলাম শ্রীলংকা ও মালদ্বীপে। তাতে কারোরই কিছু যায় আসে না সে আমরা জানি। কিন্তু যেহেতু অভিজ্ঞতা কম, জানি তার চেয়েও কম, তাই যাই দেখি তাই আমাদের কাছে অসাধারণ লাগে। আর মনে হয় সব কিছু সবাইকে জানাই। নিশ্চয়ই সবাই খুব মজা পাবে। বাস্তবে দেখা যায় যাদের বলতে যাই তাঁদের অনেকেই আমাদের চাইতে অনেক বেশি ঘুরেছেন ও দেখেছেন, কিন্তু সেসব নিয়ে বই ফাঁদতে বসেন নি। কী আর করা, শিশুর কাছে তার জানালার কোনায় আটকা পড়া ছোট্ট একটা ফড়িংই প্রবল বিস্ময়ের ব্যাপার, বড়দের কাছে তা হয়ত ততটা বিস্ময়ের নয়। তাতে তো আর শিশুর আনন্দ কমে যায় না। শিশুর মত বিস্ময়ের খানিকটা যদি আমাদের মত ছোটোখাটো আরো কারো ভালো লেগে যায় তবেই এই লেখা সার্থক।