“Book Descriptions: যোগেন মণ্ডল আজ এক বিস্মৃত নাম। একসময় উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই নেতা, যিনি বিভিন্ন সময়ে ছিলেন দেশভাগ পূর্ব বাংলার মন্ত্রী, দেশভাগের প্রাক্কালে গঠিত অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও পাকিস্তানের প্রথম আইন ও শ্রমমন্ত্রী, দেশটির সংবিধান সভার প্রধান এমন গুরুত্বপূর্ণ সব পদে। তার প্রভাবে ও প্রচেষ্টায় বাংলাদেশ ও ভারতের মানচিত্র এখন যেমন আছে অন্যরকম একটা কিছু না হয়ে তেমন হয়েছে বললেও ভুল বলা হয় না। তফসিলি হিন্দুদের এই প্রায় অবিসংবাদিত নেতা হিন্দুদের কাছে চিহ্নিত হয়েছেন বিশ্বাসঘাতক হিসেবে, তার এককালীন মিত্র মুসলিম লীগের কাছে পরবর্তীতে হয়ে গেছেন গুরুত্বহীন। শেষ পর্যন্ত পাকিস্তানের এই কেন্দ্রীয় মন্ত্রী দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন ভারতে, সেখানেও রাজনীতিতে উল্লেখযোগ্য কিছুই অবদান রাখতে পারেন নি।তাকে নিয়ে, তার রাজনৈতিক জীবন নিয়ে আলতাফ পারভেজ এর এই বই।” DRIVE