“Book Descriptions: দ্য পিয়ানো ম্যান দিল্লির বেশ নামকরা জ্যাজ্ ক্লাব। জাগৃতির বাবা রঘুরাজ চৌহান দিল্লির অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। তাই তাঁর দৌলতে শহরের অনেক বিখ্যাত ও কুখ্যাত জায়গার অভিজ্ঞতা বা খবর পাওয়া যায়। নইলে এই জ্যাজ্ ক্লাবের মেম্বারশিপ পাওয়া সহজ নয়। ক্লাবটাতে আগেও জাগৃতির সাথে এসেছে। ট্রাম্পেট, স্যাক্সোফোন, পিয়ানো, ক্ল্যারিনেট আর গিটারের একসাথে মৃদু তরঙ্গে খেলা করা মুগ্ধ করে। যুধাজিৎকে সঙ্গীতজ্ঞ বলা যায় না তবে, অন্য সব বিষয়ের মত এই সম্পর্কেও তার প্রাথমিক কিছু ধারণা আছে। আর্কিয়োলজির ছাত্র হলেও দেশ বিদেশের অনেক খুঁটিনাটি বিষয় সে জানে। দৃষ্টিশক্তি খুব ধারালো। কোন কিছুই যেন চোখ এড়ায় না। আর তার সাথে নিয়মিত ব্যায়াম চর্চা করা ছয় ফুটের পেটানো চেহারা। জাগৃতি তো প্রায় বলে,
--- তুই দেড় কেজির ব্রেন আর এই চাবুকের মত চেহারাটার অপচয় করছিস। বন জঙ্গল পাহাড়ে হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ না করে তোর আই বি তে নাম লেখানো উচিত। জটিল সমস্ত কেস, দুঁদে অপরাধীদের নিয়ে মাথা ঘামিয়ে গ্রে ম্যাটার আরও বাড়বে।
2) --- এরকম সময় স্যারের ফোন! আর কিছুক্ষণ পরে তো কলেজেই দেখা হবে। তবে কী স্যার আজ আসছেন না? একটু হতাশ হয় যুধাজিৎ।
প্রফেসর বিবর্তন ভট্টাচার্যের ক্লাস মানে সময় থমকে যাওয়া। গোটা পৃথিবীর ইতিহাস গুলে খেয়েছেন মানুষটা। আর শুধু তাই নয়, এখনও ষাট বছর বয়সে জানার কী অপরিসীম ক্ষুধা! কোথাও নতুন কিছু সন্ধানের খবর পেলেই হলো, যতদূরেই হোক না ঠিক ছুটে যাবেন। তুখোড় পর্যবক্ষেণ ক্ষমতা আর দারুণ অঙ্কের মাথা।
3) --- কোথায় যাচ্ছেন স্যার? আর চমকটা কী?
--- কিরগিজস্তান। কণিষ্কের মুণ্ডু। মমি। তিনটি অতি সংক্ষিপ্ত বাক্যে উত্তর দিয়ে ফোন কেটে দিলেন প্রফেসর বিবর্তন ভট্টাচার্য। গন্তব্যস্থল বুঝতে অসুবিধা না হলেও পরের কথাগুলোর মাথা মুণ্ডু বুঝতে পারে না যুধাজিৎ। এতদিন পর্যন্ত পাকিস্তানের পেশোয়ার কিংবা এখানে উত্তর প্রদেশে কণিষ্কের যে মূর্তিগুলো পাওয়া গেছে, কোনওটার মাথা নেই। ইসলামিক শাসকগোষ্ঠীর আক্রমণে কুষাণ, সাতবাহন, এমনকি গুপ্ত যুগের বৌদ্ধ মূর্তি নষ্ট হয়ে যায়। কণিষ্কের মূর্তি তো কুষাণ আমলের শেষের দিকেই ভাঙা হয়েছিল। মথুরা জাদুঘরে একরকম একটা মূর্তি দেখছে সে। কিন্তু স্যার হঠাৎ কণিষ্কের মূর্তি নিয়ে এত উত্তেজিত কেন! তাছাড়া কণিষ্কের মূর্তির সাথে কিরগিজস্তানে ছুটে যাওয়ার কী সম্পর্ক? যতটুকু জানা যায়, কণিষ্কের সাম্রাজ্য চীন থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। কিরগিজস্তান আর মমির সাথে তার সম্পর্কটা বুঝতে পারে না যুধাজিৎ।” DRIVE