“Book Descriptions: শ্রাবণ মাসের দিন , বর্ষার বিরাম নেই , এই বৃষ্টি আসছে , এই আকাশ পরিস্কার হয়ে যাচ্ছে । ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে , ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে ।
পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল — চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন । হয়তো বা একটু পরে টিপ-টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে । আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি , সেটাকে আনন্দও বলা যেতে পারে , ছদ্মবেশি বিষাদও বলা যায় । কি যে ঠিক করে না যায় বোঝা , না যায় বোঝানো । আজ তার বিয়ের গায়ে-হলুদের দিন । এমন একটা দিন তার বারো বছরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো । সকালে উঠতেই জ্যেঠিমা বলেছে — ও পুঁটি , জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি ; আর তিনটে দিন কোনো রকমে ভালোয় ভালোয় কেটে গেলি বাঁচি ।” DRIVE