“Book Descriptions: কী একটা শৈশবই না কেটেছে মীনার! ছোট্ট দুটো ঘরে চারজনের সংসার। আবরু আড়াল বলতে কিছু নেই। ছোটবেলাতেই কত খারাপ অভিজ্ঞতা। বড় হওয়া, প্রেমে পড়া, বিয়ে—স্বস্তি পেতে পেতে আর পাওয়া হয় না। এখন একা, চাকরিবাকরি করে, থাকে একটা বাড়ির চিলেকোঠায়। কে ওর সঙ্গী হবে? কে তাকে আগলে রাখবে? সেখানেই একদিন হাজির হলো পিটার—একটা হুলো বিড়াল। রাতের বেলা দরজার বাইরে থাকে। বলতে গেলে মীনাকে পাহারা দেয়। দুজন দুজনকে বোঝে। কীভাবে বোঝে? এ উপন্যাসে সেটাই দেখার বিষয়।” DRIVE