“Book Descriptions: বাংলা হাসির গল্পের সীমিত আসরটুকু যখন প্রায় ফাঁকা হয়ে আসছিল, প্রবীণ শিবরাম চক্রবর্তী যখন প্রায় একা কুম্ভের মতো বাংলা কৌতুকগল্পের বুঁদির গড়টি রক্ষা করে চলেছিলেন একক প্রয়াসে, ঠিক সেই সময়েই তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন তরুণ প্রতিভাবান এক লেখক, তাঁর নাম সঞ্জীব চট্টোপাধ্যায়। আবির্ভাবমাত্রই এই লেখকের উপর বর্ষিত হয়েছে অকুণ্ঠ প্রশংসা ও অজস্র অভিনন্দন। সঞ্জীব চট্টোপাধ্যায় সেদিন শুধু নতুন লেখক হিসেবেই দেখা দেননি, স্বাদে আর বিষয়ে তাঁর লেখাও সর্বাংশে নতুন। তির্যক দৃষ্টিপাত, সরস মনোভঙ্গি, সজীব রচনারীতি, চারপাশে ছড়ানো জীবন থেকে তুলে-নেওয়া কৌতুককর ঘটনারাজি, শ্লেষাত্মক মন্তব্য—এ-সমস্ত কিছুই তাঁর নিজস্বতায় দীপ্যমান ও অন্যতর স্বাদের। সেই অভিনব ও নিজস্ব স্বাদের এগারোটি গল্প নিয়ে বেরিয়েছিল ‘শ্বেতপাথরের টেবিল’—সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম গল্প সংকলন। পাঠকরা সেদিন লুফে নিয়েছিলেন সেই বই। আজও এই বইয়ের জনপ্রিয়তা এতটুকু কমেনি। এবার আরও পাঁচটি সমস্বাদের দুরন্ত গল্প যোগ করে নবকলেবরে প্রকাশিত শ্বেতপাথরের টেবিল।” DRIVE