“Book Descriptions: মহুলসুখার চিঠি নামের এই উপন্যাসে জনপ্রিয় কথাকার বুদ্ধদেব গুহ নিজেকেই যেন নতুন ভাবে তুলে ধরেছেন। অভিনব আঙ্গিকে রচিত এই উপন্যাসে একই সঙ্গে ভ্রমণ কাহিনি, প্রণয়কাহিনি ও পত্রসাহিত্যের ত্রিবেণী সঙ্গম ঘটিয়েছেন তিনি। ম্যাঙ্গানিজের জন্য বিখ্যাত ভুত্রামাইন্ স্বামহুলসুখা থেকে পাঠানো একের পর এক চিঠি নিয়েই এই পত্রোপন্যাস। সে-চিঠি যাঁর উদ্দেশে, সেই পরকীয়া নায়িকার কোনও প্রত্যুত্তর নেই, কিন্তু এ-সত্ত্বেও প্রত্যক্ষ গোচর হয়ে ওঠে এক নিষিদ্ধ সম্পর্কের তীব্র, গভীর, উষ্ণ ও অন্তরঙ্গ ছবি। আবার এমনও মনে হয় যে, প্রেমএ-উপন্যাসের ছদ্ম-আবরণ মাত্র, যেমন আবরণ ভ্রমণ বর্ণনাও, লেখকের মূল লক্ষ্য বোধকরি ভিন্নতর, নায়িকার উদ্দেশে লেখা হলেও এযেন ব্যক্তিগত সীমানা ছাড়িয়ে যেতে চায়। জীবন জগৎ ও সমসময় সম্পর্কে কিছু জরুরি, তর্ক-প্ররোচক, ভাবিয়ে-তোলা প্রসঙ্গের অবতারণা এবং আধুনিক জীবনের গোপন ফাটল ও অসঙ্গতির প্রতি, বহু ভুল মনোভঙ্গির প্রতি অঙ্গুলিনির্দেশই যেন পত্র-প্রেরকের সব-ছাপানো অভীপ্সা।” DRIVE