“Book Descriptions: তর সইছিল না অনেকের। সেদিন সভাশেষে গুঞ্জন ওঠে যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে বক্তার এই কথা আরো মানুষের কাছে পৌঁছনো দরকার। ভাষণ শোনার পর মুগ্ধতায় অনেকেই তাঁদের খুশির কথা জানাতে ছুটেও আসেন বক্তার কাছে। তাঁকে ঘিরে কেউ কেউ বলতেও থাকেন: ভাষণটি এখনই প্রকাশ করা চাই, আমরা সবরকম সাহায্য করার জন্য প্রস্তুত। তখনই আবার ভেবেছি, কিছু সময় পেরিয়ে গেলে হয়তো শ্রোতাদের মুগ্ধতার এই ঘোর কেটে যাবে। কিন্তু না, উৎসাহ বেড়ে গেল আরো। টেলিফোনে আরো অনেকেরই অনুরোধ পেতে থাকলাম আমরা। যাঁরা সেদিন (৩ এপ্রিল ২০০৭) কলকাতার শিশিরমঞ্চে ষষ্ঠ প্রণবেশ সেন স্মারক বক্তৃতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, বন্ধু ও প্রিয়জনদের কাছে শঙ্খ ঘোষের ভাষণের মর্মার্থ শুনে তাঁরাও আর্জি জানালেন, এই ভাষণ পুস্তিকার আকারে অবিলম্বে প্রকাশ করার। একই অনুরোধ আসতে থাকল বক্তার কাছেও।” DRIVE