একটি দুরন্ত, দুঃসাহসী কিশোর হঠাৎই জল-বেদেদের নৌকায় উঠে পড়েছিল। একটি মাস সে তাদের সঙ্গে কাটায়। ‘বেদের নৌকায়’-এর পাতায় পাতায় তারই অতি রমণীয় এবং রোমাঞ্চকর কাহিনি যা ছোট-বড় সব বয়সের পাঠককে মুগ্ধ করবে। তাঁরা এক নতুন, অজানা জগৎ আবিষ্কার করবেন।
পূর্ববাঙলা (এখনকার বাংলাদেশ) হল অজস্র নদীর দেশ। পদ্মা মেঘনা ধলেশ্বরী কালাবদর - এমন সুন্দর সুন্দর সেই সব নদীর নাম। একটি কল্পনাপ্রবণ দুঃসাহসী বালকের বাল্যকাল আর কৈশোর কেটেছে সেই মায়াময় স্বপ্নের দেশটিতে। তাদের বাড়িতে ছিল আফ্রিকা ইউরোপ আমেরিকা আর অস্ট্রেলিয়ার প্রচুর রঙিন মানচিত্র। ওই মহাদেশগুলোর মানুষজন, পশুপাখি, নদ নদী সমুদ্র মরুভূমি, বৃক্ষলতা নিয়ে প্রচুর বই – সেগুলোর পাতায় পাতায় কত যে ছবি! বহুদূরের সব মহাদেশ তাদের অপার রহস্য নিয়ে মুগ্ধমতি কিশোরটিকে অবিরল হাতছানি দিত। সে স্বপ্ন দেখত একদিন না একদিন বিশ্ব পর্যটনে বেরিয়ে পড়বে। কিন্তু পূর্ববাংলার এককোণে তুচ্ছ একটা গ্রামে পড়ে থেকে সেটা সম্ভব ছিল না। হঠাৎ সুযোগ পেয়ে সে জল-বেদেদের নৌকায় উঠে পড়ে। পূর্ববাংলার এই বেদেরা আজীবন নদীতে নদীতে ভেসে বেড়ায়। একটি মাস এদের সঙ্গে কাটাতে পেরেছিল কিশোরটি। সে যা দেখেছে যেভাবে থেকেছে তারই অতি মনোরম এবং রোমাঞ্চকর এই কাহিনি ছোট-বড় সব বয়সের পাঠককে মুগ্ধ করবে।” DRIVE