“Book Descriptions: আমি যা খুঁজছি, তাকে বলে জুডাস কয়েন। জুডাস কয়েন হলো সেই তিরিশটি রূপার পয়সা, যার বিনময়ে জুডাস ইসকারিয়াত যিশু খ্রিষ্টকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। তিরিশটা পয়সা রূপার হলেও জুডাসের হাতে পড়ার পর ওগুলোর রঙ লাল হয়ে যায়। নাম হয় ব্লাড কয়েন। ধরে নেয়া হয় যিশু খ্রিষ্টের রক্ত লেগে আছে ওতে। সেন্ট জনের মতে, জুডাসের ওপর খোদ শয়তান ভর করেছিল। আগে থেকেই এই পয়সাগুলোর বিশেষ ক্ষমতা ছিল। জুডাসের হাতে পড়ে ওগুলো হয়ে ওঠে আরো অভিশপ্ত।” DRIVE