রহস্যের প্রতি আকর্ষণ মানুষের সহজাত। মানুষ ভয় পেতে ভালোবাসে। তাদের জটিল মনোবৃত্তি সৃষ্টি করে এক-একটি অপরাধের। সেই অপরাধের ইতিহাস এবং তার রহস্যভেদের কাহিনি নিয়েই আসছে গোয়েন্দা অধিরাজ। গা-ছমছমে থ্রিলার, টানটান গল্প, পাঠককে শ্বাসরুদ্ধ করে দেওয়ার মতো কিছু টুইস্ট। ৫ টি গল্প ও ২ টি উপন্যাসে সাজানো এই সংকলন পাঠকের কাছে এক অন্যরকম থ্রিল।
রহস্য আর আতঙ্ক বাঙালির চিরদিনের প্রিয় বিষয়। গা ছমছমে বর্ষার রাতে, প্রদীপের কাঁপা কাঁপা ছায়া ছায়া আলোয়, ঠাকুমার মুখে ভূত, দৈত্য, দানোর গল্প থেকে আতঙ্কের স্বাদ পেতে শুরু করে বাঙালির শৈশব। এরপর আসে থ্রিলার। রক্ত জমাট করা শিহরনের স্বাদে মাতে তারা। আর এই দুই স্বাদ কখনোই ভোলা যায় না। ভোলবার নয়। এই সংকলনটিতে তাই যেমন রয়েছে হাড় হিম করা আতঙ্ক, পাশাপাশি রয়েছে গল্পের গোলকধাঁধা। সেই আদি ও অকৃত্রিম প্রশ্ন-কে? কেন? আর এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়ায় গোয়েন্দা অধিরাজ। সে কোনও সখের গোয়েন্দা নয়, তার অনুসন্ধিৎসু মন তাঁকে এনে ফেলেছে রহস্যসন্ধানীর পেশায়। অনাবিল দক্ষতায় সে একের-পর-এক খুলে চলে রহস্যের জট। সেই সন্ধানের পথে নেমে পড়ে পাঠকেরাও। অধিরাজের সঙ্গে সঙ্গে তারাও ভাবতে থাকেন-কে? এবং কেন?