“Book Descriptions: হুমায়ুন আজাদ। কবি, প্রাবন্ধিক, গবেষণ, ভাষাবিজ্ঞানী, সমালোচক, উপন্যাসিক, কলামিস্ট, কিশোর সাহিত্যিক, প্রথাবিরোধী এরকম নানা উপাধিতে পরিপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। কিন্তু মৌলি আজাদের কাছে লেখক হুমায়ুন আজাদ কেবল দেশবরেণ্য একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন খুব কাছের একজন মানুষ। তিনি মৌলি আজাদের বাবা। বাবাকে নিয়ে মৌলি আজাদকে যে কখনও লিখতে হবে হুমায়ুন-তনয়া তা ঘূণাক্ষরেও ভাবেননি, কারণ এ পর্যন্ত তাঁকে নিয়ে (জীবিত অবস্থায় ও মৃত্যুর পর) লেখা হয়েছে হাজার হাজার পাতা। মৌলি আজাদ নিজেও বিভিন্ন সময় নানা পত্রিকায় তার বাবাকে নিয়ে বিভিন্ন আঙ্গিকে লিখে তাঁর নিবিড় অনুভূতি প্রকাশ করেছেন-কিন্তু হুমায়ুন আজাদ ভক্তদের সেইসব ছোট ছোট লেখা পাঠ করে তৃষ্ণা মিটেনি যেন। প্রথাবিরোধী ও জীবিতকালে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী প্রয়াত লেখক হুমায়ুন আজাদের ভিতর-বাহির জানার জন্য লেখিকার পাঠকবৃন্দের কাছে সকল সময়ের দাবি এই অসামান্য লেখককে নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের। পাঠকদের সেই দাবি পূরণ করার জন্যই মূলত মৌলি আজাদের এই লেখার প্রয়াস। লেখিকার আশা, বাবাকে নিয়ে কন্যার লেখা এই বইয়ে পাঠক আবিষ্কার করবে এক অনাবিষ্কৃত লেখক হুমায়ুন আজাদকে।” DRIVE