“Book Descriptions: 'পাগল সংঘ'র মোটুরামকে মনে আছে? অনেকেই জানে ওই চরিত্রে অভিনয় করেছিল কিশোর। আবার অনেকে জানেও না। জানলে খেপাবে, সে-জন্য গোপন রাখার চেষ্টা করে সে। ব্যাপারটা তার কাছে একটা আতঙ্ক। কিন্তু হঠাৎ আবার ফিরে এলো পাগল সংঘের এক পাগল। বহুদিন পর দেখা, নতুন করে পরিচয় হলো আবার। জানে গেল, একটা রক মিউজিক দলে ড্রামারের কাজ করে সে। কিন্তু দুর্ভাগ্য, কার যেন কুনজরে পড়ে গেছে। স্টেজের ভেতরে-বাইরে, বার বার তার ওপর আঘাত আসতে লাগল। মেরে ফেলতে চায় নাকি তাকে কেউ? পুরানো বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হলো, তদন্তে নামল তিন গোয়েন্দা। কিন্তু বাপরে-বাপ! এ কি...” DRIVE