“Book Descriptions: 'কোনমতেই ছাড়া যাবে না ওকে!' প্রতিজ্ঞা করে ফেলেছে কনস্টেবল ফগর্যাম্পারকট; কারণ পেছনে পেছনে আসছে কিশোর পাশা। ঐ বিচ্ছু ছেলেটা ছাড়বে না, ঠিক অনুসরণ করে যাবে। সুতরাং অমানুষিক কষ্ট করে দাঁতে দাঁত চেপে এগিয়ে চলল ফগ। আর পরাজিত হতে রাজি নয় পাজি ছেলেমেয়েগুলোর কাছে। সামনে মাথা তুলে দাঁড়িয়েছে উঁচু পাহাড়। ঢাল বেয়ে যেন উড়ে চলেছে মোমের পুতুল। এটাই ওকে ধরার শেষ সুযোগ। গ্রীনহিলসে তিন গোয়েন্দার আরেক অসামান্য রহস্য-কাহিনী এটি।” DRIVE