“Book Descriptions: বেড়াতে গিয়েছিল ওরা তিন বান্ধবী সাগরতীরে নির্জন এক পাহাড়-চূড়ার প্রাসাদে। ভেবেছিল, চমৎকার কাটিয়ে আসবে ছুটিটা। কিন্তু একের পর এক ঘটতে শুরু করলো অঘটন। ওদের খুন করতে চায় কেউ; এমনভাবে, যাতে মনে হয় খুনটা দূর্ঘটনা। বুঝতে পারল না ওরা কার সঙ্গে কি এমন শত্রুতা করল... উলফহাউন্ডের তাড়া আর হাঙরের আক্রমণ! সব কিছু ধোঁয়াটে করে দিল আরও কিশোর পাশার ভুত। প্রাসাদের গেস্ট হাউসে বাস করে ওটা।