“Book Descriptions: ১৯৬৩ সাল থেকে ১৯৭০ পর্যন্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রায় অবিচ্ছিন্ন ভাবে এই জার্নালটি লিখেছিলেন, সুনন্দ ছদ্মনামে। সুনন্দর জার্নালে এই সময়ের অন্তর্বর্তী বাংলা ও বাঙ্গালির এক সুন্দর ছবি ধরা পড়েছে। বাঙ্গালির সুখ-দুঃখ আনন্দ বেদনা, তার সংস্কৃতিপ্রিয়তা এবং কর্মবিমুখতা, বাহাদুরি নেবার সস্তা মানসিকতা, শিক্ষার অব্যবস্থা, আন্তর্জাতিক ঘটনাবলীর সঙ্গে বাঙ্গালির সংযোগ ও তার জীবনের ওঠা-পড়া, তার আশা হতাশা নৈরাশ্য, দেশী বিদেশী লেখকের শতবার্ষিকী, খ্যাতনামা লেখক ও বিখ্যাত মানুষদের তিরোধানে জাতির বেদনা এবং সুনন্দরও মর্মবেদনা সমস্তই ধরা আছে এই জার্নালে। জার্নালে যেসব লেখা একান্তই সাময়িক সেইগুলি মাত্র বাদ দিয়ে বাকি সমস্ত লেখা কালানুক্রমিক ভাবে এই গ্রন্থে ধরে দেওয়া হয়েছে। এই গ্রন্থ একাধারে এই সময়ের বাঙ্গালির জীবন-ইতিহাস, এবং সমাজের দর্পণ।” DRIVE