“Book Descriptions: কালিম্পং জেলার এক কোনায়, পাহাড়-জঙ্গলে ঘেরা কোলাখাম। বিস্তৃত উপত্যকা, অদূরে জলপ্রপাত ও দিগন্তে কাঞ্চনজঙ্ঘা— সব মিলিয়ে ইদানীংকালে ট্যুরিস্টদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তবে আচমকা আবহাওয়ার অবনতির কারণে এখন সবকিছুই মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা। সেইসঙ্গে অবিরাম বৃষ্টি। এহেন পরিস্থিতিতে একদল মানুষের আপাতত অস্থায়ী ঠিকানা এখানকার এক হোমস্টে। অনেকে যেমন এসেছিলেন নিছক ভ্রমণেরই উদ্দেশে, আবার কেউ শেষ মুহূর্তে বাধ্য হয়েছেন নিজের প্ল্যান বাতিল করে এখানে কিছুদিনের জন্য ঠাঁই নিতে। এই ধূসর একঘেয়েমির মাঝে অতর্কিতে হানা দেয় মৃত্যু। ওলট-পালট হয়ে যায় পাহাড়ি দৈনন্দিনতার রুটিন। পুলিশি তৎপরতা ও নিয়মমাফিক তদন্ত সাময়িকভাবে আশ্বস্ত করে। কিন্তু কথায় বলে, মৃত্যু যখন কোনো ঠিকানায় কড়া নাড়তে আসে, তার তালিকায় কখনোই শুধু একটিমাত্র নাম থাকে না... A quaint little village in Kalimpong. As the weather turns bad, a group of tourists and travellers are forced to stay put. The mundane boredom is torn apart when death strikes in their midst. Will it come knocking again? 'Angshik Meghla Akash O Mrityur Samvabana' is a cozy mystery novel filled with atmosphere, secrets, striking characters and scintillating murders.” DRIVE