“Book Descriptions: নব্বই দশকের ঘটনা। বরিশালের প্রত্যন্ত এক গ্রামে আত্মহত্যা করল এক রাখাল ছেলে । কারণ? একটা ছাগল খোয়া গেছে তার। ছাগলের শোকে কেউ কি আত্মহত্যা করতে পারে? সে প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামল পুলিশের এসআই ওয়াজেদ হাওলাদার আর তার প্রবাসী বন্ধু, সাকিব। অচিরেই তারা বুঝল, এটা স্রেফ আত্মহত্যা নয়, এমনকি খুনও নয়, তার চেয়েও বড় কিছু, ভয়াবহ কিছু। তবে ওদের টনক নড়ল সেদিন, যেদিন সকালে পুরো গ্রামের সব গবাদি পশু একযোগে হিংস্র হয়ে উঠল, আর গ্রামের আনাচে-কানাচে মিলল বীভৎসভাবে হত্যা করা কিছু লাশ। ছোট গ্রামটার মধ্যে শুরু হলো শুভ-অশুভর চিরন্তন লড়াই।” DRIVE