“Book Descriptions: বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের একজন শিবরাম চক্রবর্তী। ১৯৩৭ সালে তার প্রথম উপন্যাস "বাড়ি থেকে পালিয়ে" প্রকাশিত হয়। এই উপন্যাসে লেখক গ্রামীণ জীবন আর শহুরে জীবনের পার্থক্য দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আর সেই পার্থক্য তুলে ধরতেই এই উপন্যাসে আবর্তন হয়েছে এক গ্রামীণ কিশোরের। ১৩/১৪ বছর বয়সী এক কিশোরের বাড়ি থেকে পালানোর গল্প নিয়েই লেখা "বাড়ি থেকে পালিয়ে"! সেই কিশোর বালকটির নাম কাঞ্চন। ভীষণ দুষ্টু, বদরাগী আর গোয়াড় ধরনের ছেলে কাঞ্চন। ভয়ডরহীন এই কিশোর তার নিজের অধিকারের ব্যাপারে খুব সচেতন। বাবাকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায়না কাঞ্চন। এই কাঞ্চন একদিন বাড়ি থেকে পালিয়ে চলে আসে কলকাতায়। গ্রামের পুরোহিতের ছেলের নাম বিনোদের সাথে ঝামেলা করে কাঞ্চন। বাবার শাস্তির ভয়ে সেদিনই বাড়ি থেকে পালায় ছেলেটি। ট্রেনে চেপে পাড়ি দেয় অজানার উদ্দেশ্যে। কাঞ্চন জানে না সে কোথায় যাবে, কার কাছে যাবে। সেই ট্রেনে করে কাঞ্চনের প্রবেশ হয় কলকাতায়। কলকাতায় এসে অবাক কাঞ্চন। এতো উচুঁ দালানকোঠা, এতো গাড়ি আর এতো মানুষ এখানে! চারিধারে এতো খাবারের হোটেল আর এতো এতো নাম না জানা খাবার। কাঞ্চন ছোট হলেও বুঝতে পারে এই শহরে থাকতে হলে টাকা দরকার, পয়সা দরকার। এ শহর গরীবদের জন্যে না। কিন্তু অচেনা এ শহরে কে তাকে টাকা দিবে? বা কাঞ্চন নিজেই কিভাবে কাজের সন্ধান করবে? কাঞ্চনের সেই গল্প নিয়েই লেখা শিবরাম চক্রবর্তীর "বাড়ি থেকে পালিয়ে"!” DRIVE