“Book Descriptions: তারাপদ রায়ের রঙ্গকৌতুকধর্মী রচনা মানেই বিশুদ্ধ আড্ডার এক ফুরফুরে পরিবেশে উদার আমন্ত্রণ। আড্ডায় যেমন বিষয়ের কোনও পারম্পর্য থাকে না, এক প্রসঙ্গ থেকে এসে পড়ে হাজারও প্রসঙ্গ, তারাপদ রায়ের এই লঘু নিবন্ধমালার বইগুলিতেও তেমনি বিষয় থেকে বিষয়ান্তর নিয়ে জমে ওঠে মজলিশ। যেমন এই 'কখগঘ' বইটইতে। বাজারদর থেকে বিশ্বকাপ, চার্চিল থেকে বইচুরি, প্রেম থেকে পঞ্জিকা, দাম্পত্য জীবন থেকে কান্তকবি, চোর থেকে চিনে রঙ্গ - এমন অজস্র বিষয় নিয়ে একের পর এক খোশগল্প। প্রতিটি মজার, প্রতিটি অব্যর্থ। সেই সঙ্গে তারাপদ রায়ের অজস্র বুদ্ধিদীপ্ত মন্তব্য, স্বাদু, সরস আলোচনাভঙ্গি।” DRIVE