“Book Descriptions: আম আঁটির ভেঁপু উপন্যাসটি কেবলমাত্র ছোটদের জন্যে আলাদাভাবে লেখা পূর্নাঙ্গ উপন্যাস নয় । এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিখ্যাত উপন্যাস 'পথের পাঁচালী'র 'আম আঁটির ভেঁপু' অংশের কিঞ্চিৎ সংক্ষেপিত রূপ । এককালে বাংলা ভাষার বইয়ের সবচেয়ে রুচিশীল প্রকাশক হিসেবে বিখ্যাত সিগনেট প্রেসের দিলীপকুমার গুপ্তের আগ্রহে বিভূতিভূষণ নিজে 'আম আঁটির ভেঁপু' অংশে কিছুটা সরল ও সংক্ষেপ করে বর্তমান 'আম আঁটির ভেঁপু' উপন্যাসের রূপ দেন । সিগনেট প্রেস বইটি সত্যজিৎ রায়ের অনবদ্য প্রচ্ছদ ও অলংকরণের সমৃদ্ধ করে প্রকাশ করেছিলেন । এই 'আম আঁটির ভেঁপু'র জন্য ছবি আঁকতে গিয়েই একসময় সত্যজিৎ 'পথের পাঁচালী' উপন্যাসের কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন এবং পরবর্তীকালে 'পথের পাঁচালী' নির্মাণ করে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার হিসেবে আত্মপ্রকাশ করেন ।” DRIVE