“Book Descriptions: কখনো কি ভেবে দেখেছেন কোনো কাঁকড়া যদি এই পৃথিবীটা তৈরী করত তবে তা কেমন হতো? কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে জুম চাষের প্রচলন কীভাবে হয়েছে? শামুক আর বাঘের মধ্যে যদি দৌড় প্রতিযোগিতা হয় তবে কে জিতবে তা কি আপনার জানা আছে? চাকমাদের আদি নিবাস চম্পক নগর নিয়ে কি আপনার একটুখানিও ধারণা আছে? গ্রামাঞ্চলে শিশুর দুধদাঁত পড়ে গেলে তা ইঁদুরের গর্তে কেন রেখে আসা হয় সে প্রশ্ন কি আপনার মনে জেগেছে? ভূতেরা সব সময় অদেখা থাকে কেন তা নিয়ে কি আপনার মনে কৌতুহল জেগেছে? শেয়ালের ভয়ে বাঘকে কখনো দৌড়াতে শুনেছেন। এ গল্পগুলো গোজেনের, এ গল্পগুলো মাহ লখি মা-র, এ গল্প চাকমা বীরপুরুষ অমগদের, এখানে আছে ধূর্ত শেয়ালের গল্প, আছে বোকা বাঘের গল্প, আছে চম্পক নগরীর গল্প। এদেশীয় প্রধান নৃগোষ্ঠির মধ্যে চাকমা সম্প্রদায় অন্যতম৷ তাদেরই এমন সব পৌরাণিক গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন চাকমা মিথলজির এই বইটি।” DRIVE